নিজস্ব প্রতিবেদক : সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হতে হবে, সময়সীমা অতিক্রম করে এমন কোন পদক্ষেপ নির্বাচন কমিশন নিলে আওয়ামী লীগ তা সমর্থন করবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের একথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারপরও তাদের ওপর কেন আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে না সে প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।
একইসাথে হরতাল-অবরোধের বিরুদ্ধে সুশীল সমাজের নীরবতার সমালোচনাও করেন আওয়ামী লীগের এই নেতা।