সাকিল আল ফারুকী
ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।আজ ১৭ আগস্ট দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে তাঁকে হাজির করা হলে, আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।পুলিশ জানায়, পৌর শহরের হাজীপাড়া নিবাসী রিপন বাবু নামের এক ব্যক্তি ঠাকুরগাঁও সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। রমেশ চন্দ্র সেনকে সেই মামলার আসামি করে জেলহাজতে পাঠানো হয়েছে।এর আগে ১৬ আগস্ট রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া রামনাথ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ হেডকোয়ার্টারের একটি বিশেষ টিম।