
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সুযোগ করে দেয়া দলীয় কৌশল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় একথা বলেন সেতুমন্ত্রী ।
ওবায়দুল কাদের বলেন, সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে এগুচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা অনুযায়ী দল থেকে যে কেউ ডামি প্রার্থী হতে পারবে।
বিএনপি নাশকতা করে নির্বাচন পন্ড করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না। নির্বাচনের গণজোয়ার থামানো যাবে না।
তিনি বলেন, দুষ্কর্মের জন্য বন্ধু খুঁজে বেড়ায় বিএনপি। আওয়ামী লীগের সহযোগীর দরকার নেই, আমাদের শক্তি জনগণ।
Leave a Reply