মোঃ খাইরুল ইসলাম খান স্টাফ রিপোর্টার:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনেনয়ন ফরম সংগ্রহ করায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের মতে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল বিএনপির হাইকমান্ড। কিন্তু উল্লিখিত সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন সম্প্রতি বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।। এরআগেও কেন্দ্রিয় নেতাসহ কয়েকজনকে বহিষ্কার করেছে দলটি।
একরামুজ্জামান ২০০১ সালের নির্বাচনে স্বতন্ত্র এবং ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী হিসেবে ব্রাক্ষণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নির্বাচন করেন। তবে কোনোবারই তিনি নির্বাচিত হতে পারেননি।
উল্লেখ্য গতকাল সোমবার ২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (তৃতীয় আদালত) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের নামে বিস্ফোরক আইনে করা মামলায় জামিনের জন্য হাজির হন ।
আদালতের (তৃতীয় আদালত) বিচারক রকিবুল হাসান তাঁর জামিন মঞ্জুর করে আদালত। জামিনের তিন ঘণ্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নির্বাচনের জন্য রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে একরামুজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বকুল মিয়া নামে এক ব্যক্তি। আলহাজ্ব সৈয়দ এ.কে. একরামুজ্জামান নাসিরনগর উপজেলার বাসিন্দা এবং আর এ কে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক।
Leave a Reply