মনোনয়নের বাইরে আছেন একাদশ সংসদের সদস্য রংপুর ১ আসনের মসিউর রহমান রাঙ্গা ও পিরোজপুর ৩ আসনের রুস্তম আলী ফরায়জী।
এ বিষয়ে মো. মুজিবুল হক চুন্নু বলেন, মসিউর রহমান রাঙ্গা দল থেকে আগেই বহি®কৃত রুস্তম আলী ফরাজী অনেক দিন দলে আসেন না, তার সঙ্গে দলের সম্পৃক্ততা নেই। এছাড়া দলে কেউ বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
জাপার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রওশন আরা মান্নানও নেই মনোনীত প্রার্থীর তালিকায়৷ জাপার দপ্তর বিভাগ জানিয়েছে, এবার দলের মনোনয়ন ফরমই নেননি৷
রংপুর – ১ আসনে দলের মনোনয়ন পেয়েছেন জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ, পিরোজপুর-৩ আসনে চেয়ারম্যানের উপদেষ্টা মাশরেকুল আজম রবিকে মনোনয়ন দেওয়া হয়েছে৷
জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেরীফা কাদের ঢাকা-১৮ আসনে দলের মনোনয়ন পেয়েছেন৷
মনোনয়ন ঘোষণার সময় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, রওশন এরশাদ ম্যাডামের জন্য ময়মনসিংহ-৪ আসনটি খালি রেখেছি। প্রধান পৃষ্ঠপোষকের সম্মানে আসনটি খালি রেখেছি। সাদ এরশাদ তো মনোনয়ন ফরমই নিতে আসেননি।
Leave a Reply