গোলাম মোর্শেদ : একদফার আন্দোলনে কার্যকর চাপ তৈরি করতে না পেরে এখন নির্বাচনের দিনকে ঘিরে নতুন কৌশল চূড়ান্ত করছে বিএনপি জোট। হরতাল-অবরোধের পাশাপাশি আন্দোলন তৃণমূলে ছড়িয়ে দিতে চায় তারা। এজন্য ৭ই জানুয়ারির সংসদ নির্বাচন ঠেকাতে ইউনিয়ন পর্যায়ে কমিটি করছে বিএনপি। একযোগে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর।
২৮শে অক্টোবরের পর টানা হরতাল ও অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি জোট। তবে একটানা এমন কর্মসূচিতে দৃশ্যমান সফলতা না মেলায় কর্মী-সমর্থকরা কিছুটা হতাশ। বিএনপি’র কেন্দ্রীয় নেতৃত্ব হরতাল-অবরোধের পাশাপাশি পেশাজীবী সমাবেশ, গ্রেপ্তার-সাজাপ্রাপ্ত নেতাদের পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান কর্মসূচির পর ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে দেঝুজড়ে। ডিসেম্বর মাসজুড়েই নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব থাকতে চায় বিএনপি। ৭ই জানুয়ারি ভোটের দিনকে লক্ষ্য করে নতুন কৌশল সাজাচ্ছে তারা।
বিএনপি’র নেতারা বলছেন, নিবন্ধিত-অনিবন্ধিত ৬০টি রাজনৈতিক দল দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে। এক প্লাটফর্মে বা পৃথকভাবে দলগুলো যেন মাঠে সোচ্চার থাকে সেজন্য কাজ করছে বিএনপি’র নীতি নির্ধারক নেতারা।
এদিকে, বিএনপিতে ভাঙ্গনের নানা আশংকা থাকলেও কার্যত তা না হওয়ায় স্বস্তিতে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা।
Leave a Reply