অনলাইন ডেস্ক: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার আজ রোববার মধ্যরাতে শেষ হচ্ছে। আগামী মঙ্গলবার ১৫৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে। শেষ দিনে তাই ভোটারদের সমর্থন পেতে ছুটছেন প্রার্থী ও সমর্থকরা। উঠান বৈঠক ও পথসভায় সরব হয়ে উঠেছে জনপদগুলো। উন্নয়নের নানা প্রতিশ্র“তির পাশাপাশি ভোটকেন্দ্রে যেতে ভোটারদের আহবান জানাচ্ছেন প্রার্থীরা। এদিকে, সমানতালে বিভিন্ন উপজেলায় চলছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা।
পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় প্রচারণা জমে উঠেছে শেষ দিনে। প্রার্থী ও সমর্থকরা সকাল থেকে রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। ভোটাররা বলছেন চেয়ারম্যান পদে অনেক প্রার্থী দাড়িয়েছে কিন্তু এদের মধ্যে সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা ভোট দেবেন। নির্বাচনকে কেন্দ্র করে জেলা নির্বাচন অফিস সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়ও চলছে জমজমাট প্রচারণা। তবে শনিবার রাতে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান সুমনের পথসভায় হামলার অভিযোগ ওঠেছে। প্রতিপক্ষ কাউছার ভুইয়ার সমর্থকদের এই হামলা গাড়ি ভাংচুরসহ দুইজন কর্মী আহত হয়েছে।
এদিকে, তৃতীয় দফা নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পাবনার আটঘরিয়া উপজেলার প্রার্থীরা। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলছে প্রচারণা। বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। দিচ্ছেন নানা প্রতিশ্র“তি।
উপজেলা নির্বাচনের প্রচারে সরগরম ফেনী সদর উপজেলার ইউনিয়নগুলো। চলছে লিফলেট বিতরণ ও পথসভা। এলাকার উন্নয়ন নিশ্চিত করতে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহবান জানান প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট ২১শে মে এবং তৃতীয় ধাপ ২৯শে অনুষ্ঠিত হবে।
Leave a Reply