নিজস্ব প্রতিবেদক: পুরো নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়ায় উপজেলা নির্বাচন নিয়ে দেশের মানুষের কোন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার নয়াপল্টনে যৌথসভা শেষে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে দিন দিন বিশ্বের কাছে গণতন্ত্রহীন ও দুর্নীতির দেশ হিসেবে পরিচিত করছে। ক্ষমতাসীনরা জাতির জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের সরানো ছাড়া বিকল্প কিছু নেই বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, সরকার জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। জিয়াকে খলনায়ক বানাতে ইতিহাস বিকৃত করছে। জিয়া কখনো বাকশালের ফরম পূরণ করেনি। আওয়ামী লীগ এমন মিথ্যাচার করে ইতিহাস মুছে ফেলতে চায়।
এসময় ১৫ দিনের কর্মসূচী ঘোষণা করে দলটি প্রত্যেকটি উপজেলা থেকে বিভাগ পর্যন্ত ২৮মে থেকে ১১জুন পযন্ত ঢাকাসহ সারা দেশে কমসূচি দিয়েছে বিএনপি।
Leave a Reply