নিজস্ব প্রতিবেদক: বাবার হত্যার বিচার চেয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
আজ বুধবার (২২ শে মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডরিন বলেন, আমার বাবার হত্যার বিচার চাই। যারা আমার বাবাকে হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হবে এটাই আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না।
তিনি আরও বলেন, আমি জেনেছি যে, আমার বাবাকে হত্যা করা হয়েছে। এটা শুনেই আমি ডিবি কার্যালয়ে এসেছি। তারা তিনজনকে আটক করেছেন। আমি মামলা করব। প্রধানমন্ত্রী, ডিএমপি কমিশনার সবাই আমাদে আন্তরিকতার সঙ্গে আশ্বাস দিয়েছেন।
গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ডরিন বলেন, আমার কোনো ভাই নেই। আমরা দুই বোন। বড় বোন ডক্টর। আমি এলএলবি পড়ছি। আজকে আমি এতিম হয়ে গেছি। আপনারা এই বিষয়ে আমাকে সহযোগিতা করুন। আমি যেন বিচার পাই, আমার বাবাকে কারা হত্যা করেছে, সেটা যেন জানতে পারি।
এর আগে সকালে কলকাতার নিউটাউন এলাকা থেকে আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে পরিবার থেকে দাবি করা হয়েছিল।
Leave a Reply