অনলাইন ডেস্ক: দেশজুড়ে বন্যায় এখন পর্যন্ত ১৮ জন মুত্যুবরণ করেছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
শনিবার (২৪শে আগস্ট) বন্যা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান।
তিনি বলেন, ফেনীতে একটি অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। বন্যাপীড়িতরা সেখানে চিকিৎসা নিচ্ছেন।
বন্যা পরবর্তী প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে বন্যা পরবর্তী প্রস্তুতি নেয়া হচ্ছে। পানিবাহীত রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
ফেনীর অনেক জায়গার মোবাইল নেটওয়ার্ক সচল করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Leave a Reply