অনলাইন ডেস্ক : ছাত্র আন্দোলন চলাকালীন সময় স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে মেট্রোরেল।
রোববার (২৫ শে আগষ্ট) সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে গতকাল শনিবার (২৪শে আগস্ট) আজ থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
ডিএমটিসিএল জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ চলছে। তবে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন দুটি বন্ধ থাকবে।
Leave a Reply