মৌলভীবাজার সংবাদদাতা: তিন দিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় এবং গত দু’দিন উজানে ভারত অংশে কোন বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজার জেলার ৪টি নদীর পানি দ্রুত কমার পাশাপাশি বইছে বিপদসীমার অনেক নিচ দিয়ে। এদিকে মনু নদীর পানি কমেছে তবে এখনও বিপদসীমার মাত্র ২৪ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদনদীর পানি কমতে থাকায় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে এখনও বাড়ি ঘরে পানি রয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানে আর বৃষ্টিপাত না হলে দু’এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
এদিকে পানি কমায় বন্যার সময়ে যে সব মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন তারা বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন। তবে নিম্নাঞ্চলের পানি থাকায় সেখানকার যারা আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন তারা এখনও আছেন।
এদিকে সরকারি ভাবে ত্রাণ বিতরনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যেগে ত্রাণ সামগ্রী বন্যার্থদের মাঝে বিতরণ করা হচ্ছে।
Leave a Reply