নিজস্ব প্রতিবেদক: সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী বলেছেন এই সরকার শিল্পচর্চায় বাধা হয়নি, হবে না। পাশাপাশি যারা শিল্প চর্চা করেন, তাদেরও দ্বায়িত্ব আছে।
আজ সোমবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন পতিত ফ্যাসিস্টের বি টিম হয়ে কেউ যদি খেলার চেষ্টা করেন তাহলে তাদের ধরা হবে। ক্ষমা চাওয়ার আগে পূনর্বাসন প্রত্যাশা করবেন না।
তিনি আরও বলেন একা কিছু করা সম্ভব না। সংস্কৃতি মন্ত্রণালয় অবহেলিত মন্ত্রণালয়। চমৎকার টিম পেয়েছি। এটা আমার শক্তির জায়গা। প্রথমে প্রকৃত আর্থিক অবস্থা জানতে চাইবো। তারপর বিভিন্ন পক্ষের সাথে কথা বলবো। চলচ্চিত্র ছাড়া সংস্কৃতি এগিয়ে নেয়া এক রকম অসম্ভব। প্রথমে তিন মাস পরবর্তীতে ১ বছরের পরিকল্পনা নেয়া হবে। পরিকল্পনাগুলো প্রধান উপদেষ্টার সাথে শেয়ার করবো।
Leave a Reply