ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছে। দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দ্রুত দগ্ধদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, কালিবাড়ির দক্ষিণপাড়া এলাকায় এক বেলুন বিক্রেতা বাসা ভাড়া নিয়ে থাকতেন। ঘরে রাখা ওই বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণে দু’টি টিনের চালা উড়ে গেছে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply