নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সময় এগিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার আর সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অবাধ, সুষ্ঠু নির্বাচন ও শর্তহীন সংলাপের আহবান জানিয়ে আমেরিকার দেয়া চিঠি গ্রহণের পর বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আগে শর্তহীন সংলাপের আহবান জানানো হলেও তারা সায় দেয়নি।
আসছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সংলাপের আহবান জানিয়ে প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছে আমেরিকা। বুধবার সকালে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর লেখা ওই চিঠি সচিবালয়ে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হাতে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক আগেই বিএনপিকে সংলাপে বসার আহবান জানানো হয়েছিলো। তবে সংলাপে বসার আগে নানা শর্ত জুড়ে দেয়ায় বিএনপি সংলাপের সম্ভাবনা ভেস্তে দিয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। সংলাপের বিপক্ষে নয়। তবে সংলাপের জন্য নির্ধারিত সময় শেষ। এখন তার দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের এখতিয়ার। এ বিষয়ে তার দলের কোনো মন্তব্য নেই।
Leave a Reply