নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণের প্রতি আস্থা নেই বলেই ভোট বানচালের চেষ্টা করছে বিএনপি। তিনি বলেন নির্বাচন স্বচ্ছ করতে আওয়ামী লীগ সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি এসময় বলেন, জাতির পিতাকে হত্যার পরে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিলো।
তিনি এসময় বলেন, একটি মোড়ল দেশ বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি থমকে দিতে নানা চেষ্টা করেছে, এখন অর্থনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী বলেন বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে বিএনপি আবার তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা মানুষের কাছে আবারো প্রমাণিত ।
বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে এসে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। এসময়, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আবারও নৌকা মার্কায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Leave a Reply