নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীদের নিয়ে সংলাপ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ মঙ্গলবার সকালে, রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সংলাপে বিএনপি, এবি পার্টি, গণফোরামের একাংশ, জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
সংলাপে লিখিত বক্তব্যে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তফসিল বাতিলসহ তিনটি প্রস্তাব তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, একতরফা নির্বাচন করার লক্ষ্যে ও বিরোধী মতকে স্তব্ধ করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। রাজপথের আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারী দেন বক্তারা।
Leave a Reply