নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন আগ্রহী প্রর্থীরা। একইসাথে চলছে মনোনয়নপত্র জমা দেয়ার কার্যক্রম। ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া চলছে।
দ্বাদশ সংসদ নির্বাচন হবে ৭ই জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা ও সংগ্রহের শেষ সময় রয়েছে ৩০শে নভেম্বর পর্যন্ত।
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া কেন্দ্র করে সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এখন সরগরম।
রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দলীয় প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নামেই বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টি, তৃণমূল বিএনপির নেতারাও মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৪টি। এদের মধ্যে বিএনপি ও সমমনা বেশ কয়েকটি দল নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, কয়টি দল অংশ নিচ্ছে এবং দেশজুড়ে কত মনোনয়নপত্র জমা পড়ল সেই পূর্ণাঙ্গ তথ্য পহেলা ডিসেম্বর জানানো হবে।
Leave a Reply