চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরকে ঘিরে এই অঞ্চলে বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী সৌদি আরবের ব্যবসায়ীরা। বন্দরকে ঘিরে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক ব্যবসায়ীক হাব গড়ে তুলতে চায় দেশটি। বুধবার চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিদর্শন শেষে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল ফালি এসব কথা জানান। সৌদি আরবের এমন পরিকল্পনায় আশাবাদী বন্দর সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিচ্ছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। বুধবার সকালে ঢাকায় এ সংক্রান্ত চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর, চট্টগ্রামে যান সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল ফালিহ এবং রেড সি গেটওয়ের প্রতিনিধিরা। সাথে ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও উর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিনিধি দলটি এরপর পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে যায় এবং টার্মিনাল এলাকা ঘুরে দেখে।
এসময় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নিয়ে আঞ্চলিক উন্নয়নের আশার কথা জানান সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ আল ফালি। এই বন্দরকে ঘিরে ভবিষ্যতে আরও দীর্ঘমেয়াদী সৌদি বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
সরকারের নানামুখী উদ্যোগের ফলেই বিদেশি বিনিয়োগ বাড়ছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ।
এদিকে, বন্দর ব্যবহারকারীরা বলছেন, বিদেশী অপারেটর নিয়োগ দেয়ায় বন্দরের গতি বাড়বে।
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের সঙ্গে ১ হাজার ২৩০ কোটি টাকায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার বিষয়ে ২২ বছরের চুক্তি হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের।
Leave a Reply