নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী প্রক্রিয়ায় সরকার কোন হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলে তথ্যমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারাও বুঝতে পারছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশী পর্যবেক্ষকদের আগ্রহের কথাও জানান তিনি।
এসময় হাছান মাহমুদ বলেন, ১৪ দলীয় জোটের শরিকদের সাথে আলোচনা চলছে। আসন বন্টন নিয়ে শিগগিরই সমঝোতা হবে বলে জানান তিনি।
Leave a Reply