নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রার্থীদের আপিল শুনানি দ্বিতীয় দিনের মতো চলছে। এদিন দুপুর পর্যন্ত ৫৯ জনের আবেদন নিস্পত্তি করেছে কমিশন। এরমধ্যে ২৮জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে আপিল আবেদনের শুনানি নেয়া হচ্ছে।
মনোনয়নপত্র বাতিল করে দেয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল আবেদনের শুনানি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চলছে। সোমবার দ্বিতীয় দিনের শুনানিতে অংশ নেন প্রাথী ও তাদের আইনজীবীরা। এদিন ক্রমানুসারে ১শ জনের আবেদনা শুনাবে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা প্রার্থিদের যুক্তি শুনছেন। আবেদন নিষ্পত্তির পর কেউ ফিরে পাচ্ছেন আবার কারও বাতিলের সিদ্ধান্ত বহাল থাকছে।
শুনানির দ্বিতীয় দিনেও প্রাথীতা মঞ্জুর হয়েছে কয়েকজন স্বতন্ত্র ও দলীয় প্রাথীর। যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন কমিশনকে ধন্যবাদ জানান তারা।তবে আবেদন না-মঞ্জুর হওয়া প্রার্থীরা উচ্চ আদালতে যাবেন বলে জানান।
শুনানির প্রথম দিনে ১শ জনের আপিল শুনানির মধ্যে ৯৪ জনের নিষ্পত্তি হয়। আর সোমবার দুপুর পর্যন্ত ৫৯ জনের আবেদন নিস্পত্তি হয়েছে।
Leave a Reply