নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অভিযোগ ও মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পৃথক দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট দপ্তর এই তথ্য জানিয়েছে।
দুটি বেঞ্চের মধ্যে, হাইকোর্ট বিভাগের বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে একটি গঠন করা হয়েছে। অন্য একটি বেঞ্চের দায়িত্ব দেয়া হয়েছে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও মো. বশিল উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চকে। এ দুটি বেঞ্চ প্রার্থীতা ফিরে পেতে যে সকল প্রার্থীরা রিট করেছেন তাদের নির্বাচন সংক্রান্ত সকল মামলা শুনবেন।
যে সমস্ত প্রার্থীদের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা, তারা আপিল করেছিলেন নির্বাচন কমিশনে। সেখানেও যাদের প্রার্থিতা বাতিল হয় তারাই আপিল করেছেন হাইকোর্টে।
Leave a Reply