1. admin@khoj24bd.com : admin :
  2. genuinebd.71@gmail.com : admin admin : admin admin
  3. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  4. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
  5. sakilsangdik@gmail.com : Sakil Faruki : Sakil Faruki
ইসরাইলের আন্তর্জাতিক সমর্থন কমছে বলে মনে করছেন বাইডেন - www.khojbd24.com
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

ইসরাইলের আন্তর্জাতিক সমর্থন কমছে বলে মনে করছেন বাইডেন

  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় নির্বিচারে বোমা হামলায় ইসরাইল সমর্থন হারাচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত তার কট্টরপন্থী সরকারের পরিবর্তন করা।

মঙ্গলবার তিনি এসব মন্তব্য করেন সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

বাইডেন বলেন, ইসরাইলের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে। তবে এ মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে, কিন্তু তারা (ইসরায়েল) নির্বিচারে বোমা হামলার মাধ্যমে সমর্থন হারাচ্ছে।

তিনি বলেন, তাকে (নেতানিয়াহু) এ সরকারের পরিবর্তন করতে হবে। ইসরাইলের এ সরকার পরিস্থিতি খুব কঠিন করে তুলছে।

বাইডেন স্বীকার করেন, ইসরাইলি কট্টরপন্থীরা ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা করে। এ নিয়ে তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্রকে না বলতে পারে না।

৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। জবাবে ইসরাইল গাজায় হামলা চালায়। সেখানে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৮ হাজার লোকের প্রাণ গেছে। আর আহত হয়েছেন ৫০ হাজারের বেশি। আর উপত্যকাটিতে মানবিক সংকট তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 www.khoj24bd.com bangla News web portal.
Theme Customized By BreakingNews