আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় নির্বিচারে বোমা হামলায় ইসরাইল সমর্থন হারাচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত তার কট্টরপন্থী সরকারের পরিবর্তন করা।
মঙ্গলবার তিনি এসব মন্তব্য করেন সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
বাইডেন বলেন, ইসরাইলের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে। তবে এ মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে, কিন্তু তারা (ইসরায়েল) নির্বিচারে বোমা হামলার মাধ্যমে সমর্থন হারাচ্ছে।
তিনি বলেন, তাকে (নেতানিয়াহু) এ সরকারের পরিবর্তন করতে হবে। ইসরাইলের এ সরকার পরিস্থিতি খুব কঠিন করে তুলছে।
বাইডেন স্বীকার করেন, ইসরাইলি কট্টরপন্থীরা ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা করে। এ নিয়ে তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্রকে না বলতে পারে না।
৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। জবাবে ইসরাইল গাজায় হামলা চালায়। সেখানে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৮ হাজার লোকের প্রাণ গেছে। আর আহত হয়েছেন ৫০ হাজারের বেশি। আর উপত্যকাটিতে মানবিক সংকট তৈরি হয়েছে।
Leave a Reply