নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে।
তিনি বলেন সংবিধানের সাথে সাংঘর্ষিক যেকোনো আইন বাতিলের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠা লগ্ন হতেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সোমবার সুপ্রীম কোর্ট দিবস উদযাপনের আলোচনায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন বাংলাদেশের সংবিধান সংক্রান্ত যেকোনো বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অভিভাবক হিসেবে ঐতিহাসিকভাবে বিভিন্ন ব্যাখ্যা প্রদানের মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করেছে।
রাষ্ট্রপতি বলেন সুপ্রিম কোর্ট হচ্ছে সাধারণ মানুষের শেষ আশ্রয়। দেশের সকল শ্রেণী পেশার মানুষের ভরসা ও জাতির গৌরবের প্রতীক হলো সুপ্রিম কোর্ট।
রাষ্ট্রপতি বলেন মানুষ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সে লক্ষ্যে বিচারপতিদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মামলা নিষ্পত্তির পর রায়ের কপির জন্য যাতে বিচারালয়ের বারান্দায় ঘুরতে না হয় সে ব্যাপারে সবাইকে যত্নবান হওয়ার আহবান জানান রাষ্ট্রপতি।
Leave a Reply