নিজস্ব প্রতিবেদক : টানা পাঁচ মাস চিকিৎসা শেষে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে তিনি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন। গত ৯ই আগষ্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে বাসায় যাওয়ার ছাড়পত্র পেয়ে গুলশানের বাসায় ফিরেন তিনি। সাময়িক ছাড়পত্র দিয়ে বেগম জিয়াকে বাসায় রেখেই চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, আপাতত বাসাতেই চিকিৎসা চলবে। সেখানে সব প্রস্তুতি নেয়া হয়েছে। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস ও ডায়াবেটিসহ হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির নানা রোগে ভুগছেন।
Leave a Reply